Weather Update: বৃহস্পতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া?

Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গত ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু।

Weather Update: বৃহস্পতিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, আপনার জেলায় কেমন থাকবে আবহাওয়া?
প্রতীকী চিত্র।

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 21, 2023 | 1:52 PM

কলকাতা: উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। যার জেরে অল্প-বিস্তর বৃষ্টিও হতে শুরু করেছে দক্ষিণবঙ্গে। শুধু তাই নয়, আগামী দু’থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে যে সকল জায়গায় বর্ষা প্রবেশ করেনি সেখানেও বর্ষা প্রবেশ করবে বলে পূর্বাভাস মিলেছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি এলাকায় ঢুকে পড়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গত ১৮ জুন থেকে সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। বিগত ছ’দিন একই অবস্থানে থাকার পর সক্রিয় হয়েছে সেটি। ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আরও বাড়বে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বুধ ও বৃহস্পতিবার আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী তিনদিনে ভ্যাপসা গরম থেকে মিলতে পারে মুক্তি। অন্তত পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। ইতিমধ্যেই স্বাভাবিকের থেকে নিচে নেমে গিয়েছে কয়েক জেলায়। দক্ষিণবঙ্গের আকাশে মেঘ থাকায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকছে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি হলে তাপমাত্রা আরও কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে অস্বস্তি কিছুটা থাকবে। কাল বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। জানা যাচ্ছে, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৮৯ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৮ মিলিমিটার।