Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপর্যয় নেমে আসছে… সতর্ক আবহাওয়াবিদদের

Soma Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 26, 2023 | 1:21 PM

Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা, নদিয়া, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের পর থেকেই ঝড়বৃষ্টির সময়ে খোলা আকাশের নীচে যাতে কেউ না থাকেন, তার জন্য সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

Weather Update: আগামী ২-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বিপর্যয় নেমে আসছে... সতর্ক আবহাওয়াবিদদের
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: আজও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে। তাতেই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দুপুর ১টার বুলেটিন অনুযায়ী আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা, নদিয়া, হাওড়া, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকালের পর থেকেই ঝড়বৃষ্টির সময়ে খোলা আকাশের নীচে যাতে কেউ না থাকেন, তার জন্য সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার বিকালেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র্যবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়। শুক্রবারও দিনভর দক্ষিণবঙ্গের সব জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও সন্ধ্যার পর থেকে বদলাবে পরিস্থিতি। শনিবারও পরিস্থিতি খুব একটা বদলাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ দিনভর গরম, তারপর সন্ধ্যায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার বিকালের ঝড়ে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।  ঝড়ে উড়ে যায় দশ বারোটি বাড়ির খড়ের চালা। বাঁকুড়ার ছাতনার মন্দাসপাড়া এলাকায় বারো ঘণ্টা পরেও ত্রাণ পৌঁছয়নি। তাতে ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়।  ঝড়ের দাপট এতটাই ছিল যে বিভিন্ন জায়গায় রাস্তায় ভেঙে পড়ে গাছ। সর্বাধিক ক্ষতিগ্রস্থ হয় ছাতনার মন্দাসপাড়া এলাকা। ঝড়ে উড়ে যায় এলাকার প্রায় দশ থেকে বারোটি বাড়ির খড়ের চালা। ক্ষতিগ্রস্থ হয় এলাকার আরও বেশ কিছু বাড়ি। বর্ধমানের একাধিক এলাকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Next Article