Weather Update: আজ থেকে কমবে তাপমাত্রা! জাঁকিয়ে ঠান্ডা পড়ার তারিখ বলে দিল আবহাওয়া দফতর
Weather Update: আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তুরে হাওয়া দাপট বাড়বে আজ থেকেই। আগামী দুদিন কুয়াশার সতর্কতা রয়েছে।
কলকাতা: সপ্তাহের শেষে বাংলায় শীতের আমেজ। শনিবার, আজ থেকে তাপমাত্রা কমবে। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তুরে হাওয়া দাপট বাড়বে আজ থেকেই। আগামী দুদিন কুয়াশার সতর্কতা রয়েছে।
কলকাতায় আজ পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। আগামী কয়েক দিনে কমবে রাতের তাপমাত্রা। আজ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ।
দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। শনিবারের পর নীচে নামবে কলকাতার তাপমাত্রা। শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পূবালি হাওয়ার প্রভাব কমবে, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে থাকবে।
উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।
জাওয়াদের প্রভাব সেভাবে রাজ্যে পড়েনি। তবে নিম্নচাপের বৃষ্টিতে ভিজেছে শহর থেকে গ্রাম বাংলা। গত কয়েকদিনে কুয়াশায় ঢেকেছিল গোটা রাজ্য। স্যাঁতস্যাঁতে ভাব থাকলেও, সেভাবে ঠান্ডা পড়েনি। পূবালি হাওয়ার দাপট উত্তুরে হাওয়ায় ভাঁটা পড়েছিল। ক্যালেন্ডারে মাস কিন্তু এটাই। এই সময় থেকেই ভালভাবে শীত অনুভূত হয়। একটা বৃষ্টি বৃষ্টি ব্যাপার। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাই থেকেই তামপাত্রা নামতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে আবহাওয়াবিদরা জানাচ্ছেন।
আরও পড়ুন: Body Recovered at Patashpur: চুরির টাকার বাঁটোয়ারা নিয়ে বিরোধ, পটাশপুরে গুলিকাণ্ডে ধৃত ৩