Weather Latest Update: ৪০ ডিগ্রিতে পৌঁছবে যাবে তাপমাত্রা, শনিবার থেকেই তাপপ্রবাহের সতর্কতা
Weather Latest Update: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবারই তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোনোর পূর্বাভাস। শনিবার পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা।

কলকাতা: সকালের দিকে গরম লাগলেও রাতে অনেকটা ঠান্ডা আবহাওয়া। শীত-শীত অনুভূত হচ্ছে ক্ষণে-ক্ষণে। কিন্তু না! এই আবহাওয়া কিন্তু স্থায়ী নয়। চলতি মাসেই পড়বে বেলাগাম গরম। নাজেহাল হতে হবে বাঙালিকে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, শনিবারই তাপপ্রবাহের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গ। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরোনোর পূর্বাভাস। শনিবার পশ্চিমের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শুধু শনিবার নয়, রবি ও সোমবারও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। ঘামের গরমে নাকাল হবে কলকাতা-সহ বাকি জেলা। উত্তরবঙ্গে অন্য ছবি, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
মৌসম ভব বলছে, পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আরেকটি ঘূর্ণাবর্ত পূর্ব অসম এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। এই সিস্টেমগুলির প্রভাবে ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিভিন্ন রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১৩ তারিখ অর্থাৎ আজ অসম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং সিকিমে বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া (প্রতি ঘন্টা ৩০-৪০ কিমি গতিবেগ) বওয়ার সম্ভাবনা রয়েছে।





