Weather Update Today: বছর ঘুরতেই ঘুরল হাওয়া, শীতের পথে কাঁটা হল অতিবৃষ্টি

Weather Update Today: মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, জাঁকিয়ে শীতের আশা আর নেই। শৈত্যপ্রবাহের সম্ভবনাও হারিয়েছে বাংলায়। ফলত, মরসুমের শেষ শীতটাও বাঙালি উপভোগ করে ফেলল বললেই চলে।

Weather Update Today: বছর ঘুরতেই ঘুরল হাওয়া, শীতের পথে কাঁটা হল অতিবৃষ্টি
প্রতীকী ছবিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 01, 2025 | 8:25 PM

কলকাতা: নতুন বছরকে বরণ করল শীত। বছরের শেষ রাতে যখন নিউ ইয়ার পার্টিতে মেতেছে বাংলা তথা গোটা বিশ্ব। তখন জাঁকিয়ে ঠান্ডা পড়ল বঙ্গজুড়ে। তবে এবার শীতের কাঁটা বৃষ্টি। শীতপ্রেমীদের জন্য একরাশ দুঃসংবাদ নিয়ে হাজির আবহাওয়া দফতর। এরপর আর ঠান্ডার কোনও আভাস নেই বলেই দাবি তাদের। ফলত শীতের শেষ ক’টা দিন উপভোগ করে নেওয়ারই উপদেশ হাওয়া অফিসের।

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, জাঁকিয়ে শীতের আশা আর নেই। শৈত্যপ্রবাহের সম্ভবনাও হারিয়েছে বাংলায়। ফলত, মরসুমের শেষ শীতটাও বাঙালি উপভোগ করে ফেলল বললেই চলে। উল্টে আবহাওয়ার ক্যালেন্ডার থেকে শীতের নামকে কেটে বঙ্গের মাটি ভেজাবে বৃ্ষ্টি। শৈত্যপ্রবাহকে টপকে বাংলায় এবার অতিবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই কামব্যাক করেছে শীত। একদিনেই পারদপতন হয়েছে অনেকটা। মোট ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে বলে খবর হাওয়া অফিস সূত্রে। মোটামুটি জাঁকিয়ে না হলেও, হালকা শীতের আমেজ ভালই উপভোগ করছে বাঙালি।

তবে তাপমাত্রার দৌড়ে উত্তরবঙ্গের দার্জিলিং-কালিম্পংকে টেক্কা দিল বাংলার পুরুলিয়া। কালিম্পঙে যেখানে তাপমাত্রা নামল ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। সেখানে পুরুলিয়ায় তাপমাত্রা পৌঁছে গেল ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে।

প্রসঙ্গত, বাংলায় যখন শীতকে মাত দিচ্ছে বৃষ্টির আশঙ্কা। সেই ফাঁকে উত্তর ভারত সাক্ষী রইল তীব্র পারদপতনের। হাড় কাঁপানো ঠান্ডা সঙ্গে বরফ, রূপ ফেরালো জম্মুর। তাপমাত্রা নামল রাজধানীতেও।