AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেবের পর এবার SIR-এ ডাক পেলেন মিমি চক্রবর্তী, কবে যাচ্ছেন অভিনেত্রী?

মিমি চক্রবর্তী ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে পা রাখেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই অভিষেক ছিল অত্যন্ত চমকপ্রদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আসন যাদবপুর থেকে প্রার্থী করেন।

দেবের পর এবার SIR-এ ডাক পেলেন মিমি চক্রবর্তী, কবে যাচ্ছেন অভিনেত্রী?
| Updated on: Jan 24, 2026 | 2:12 PM
Share

তৃণমূল সাংসদ তথা টলিউডের মেগাস্টার দেবের পর এবার SIR-এ ডাক পেলেন টলিউডের আরেক তারকা ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। জানা গিয়েছে, তাঁকে ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR-এ সাধারণ মানুষের পাশাপাশি বেশ কয়েকজন টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। তালিকায় রয়েছেন দেব, সৌমিতৃষাও। আর এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি।

SIR-এ ডাক পাওয়া নিয়ে টিভি নাইন বাংলাকে মিমি চক্রবর্তী জানিয়েছেন, ‘হ্য়াঁ আমার কাছে SIR-এর যাওয়ার নোটিশ এসেছে। আমি ৩১ জানুয়ারি অবশ্য়ই যাব। আমার যে বিধানসভা কেন্দ্র অর্থাৎ কসবা। যেখানে আমি ভোট দিই। সেখানেই হয়তো যেতে হবে। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। সবকটাই নিয়ে যাব।’

মিমি চক্রবর্তী ২০১৯ সালে সক্রিয় রাজনীতিতে পা রাখেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তাঁর এই অভিষেক ছিল অত্যন্ত চমকপ্রদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ আসন যাদবপুর থেকে প্রার্থী করেন। সেই নির্বাচনে মিমি চক্রবর্তী রেকর্ড ভোট পেয়ে জয়লাভ করে লোকসভার সদস্য হন। তবে রাজনীতিতে উল্লেখযোগ্য ছাপ ফেলেও, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মিমি চক্রবর্তী লোকসভার সাংসদ পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। বর্তমানে মিমি চক্রবর্তী সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন। এখন তিনি আবারও পূর্ণসময়ের জন্য টলিউডের অভিনয় জগৎ এবং সৃজনশীল কাজে মনোনিবেশ করেছেন। শুক্রবার মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী অভিনীত নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। এই মুহূর্তে এই ছবির প্রচারেই ব্যস্ত রয়েছেন মিমি।