WB DG: আবারও রাজীব কুমারকেই ডিজি পদে চায় রাজ্য, পাঠানো হল ৮ জনের তালিকা
Rajiv Kumar: গত বছরের ৩০ অক্টোবর ‘এমপ্যানেলমেন্ট কমিটি’র বৈঠক হলেও, প্রস্তাব জমা দিতে দেরি হওয়ায় কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দেয় বলে সূত্রের খবর। এরপর কমিশন বিষয়টি নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের(AGI) মতামত চায়। অ্যাটর্নি জেনারেল তাঁর মতামতে জানান, রাজ্য সরকারের এই বিলম্ব অত্যন্ত গুরুতর এবং এত দীর্ঘ বিলম্ব ক্ষমা করার কোনও বিধান ইউপিএসসি-র নেই।

কলকাতা: আগামী ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার। গত দু বছর ধরে ওই পদে রয়েছেন তিনি। পরবর্তী ডিজি নিয়েই তৈরি হয়েছে জটিলতা। রাজ্য সরকার তালিকা পাঠাতে এত দেরি করেছে যে সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছিল ইউপিএসসি। এবার সেই পদের জন্য ৮ জনের নামের তালিকা পাঠাল নবান্ন।
গত ২১ জানুয়ারি এই ৮ জনের নাম পাঠানো হয়েছে। আর সেই তালিকায় নাম রয়েছে খোদ রাজীব কুমারের। এখনও পর্যন্ত কোনও এক্সটেনশন পাননি তিনি অর্থাৎ তাঁর মেয়াদ বাড়ানো হয়নি। তা সত্ত্বেও তালিকায় নাম রাখা হয়েছে। ফলে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে ইউপিএসসি এই তালিকাও গ্রহণ নাও করতে পারে। উল্লেখ্য, ডিজি বা এই স্তরের কোনও আধিকারিকের মেয়াদ বাড়াতে হলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমোদন লাগে। রাজীব কুমারের ক্ষেত্রে তা হয়নি। ফলে এক্ষেত্রে কী হবে, তা স্পষ্ট নয়।
২০২৩-এর ডিসেম্বরে ডিজি পদ থেকে অবসর নেন মনোজ মালব্য। সুপ্রিম কোর্টে প্রকাশ সিং মামলায় বলা আছে, অবসরের তিন মাস আগে রাজ্য সরকারকে নাম পাঠাতে হয়। কিন্তু এ রাজ্য তা না করে রাজীব কুমারকে ভারপ্রাপ্ত ডিজি করেছিল।
গত বছরের ৩০ অক্টোবর ‘এমপ্যানেলমেন্ট কমিটি’র বৈঠক হলেও, প্রস্তাব জমা দিতে দেরি হওয়ায় কমিটির সদস্যদের মধ্যে মতভেদ দেখা দেয় বলে সূত্রের খবর। এরপর কমিশন বিষয়টি নিয়ে ভারতের অ্যাটর্নি জেনারেলের(AGI) মতামত চায়। অ্যাটর্নি জেনারেল তাঁর মতামতে জানান, রাজ্য সরকারের এই বিলম্ব অত্যন্ত গুরুতর এবং এত দীর্ঘ বিলম্ব ক্ষমা করার কোনও বিধান ইউপিএসসি-র নেই। এরপর সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ দেওয়া হয় রাজ্যকে। রাজ্য সরকার ইউপিএসসি-র কথা মতো ফের নাম পাঠায়। তবে এবার ১০ জনের বদলে ৮ জনের নাম পাঠানো হয়েছে গত ২১ জানুয়ারি।
