Mystery on Death: ‘আমরা তো কিছুই বুঝতে পারছি না’, আমবাগান থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হতবাক পরিবার
Swarupnagar: রাকিবুলের বাড়ি স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকারই একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিক রাজ ভদ্রের বয়স ২২। স্থানীয় সূত্রে খবর, দু’জনকেই একদিন আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ চালালেও কোনও লাভ হয়নি।

স্বরূপনগর: সরস্বতী পুজোর পরদিনের দিন আমবাগান থেকে দুই বন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে নাকি নিছকই আত্মহত্যা তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। মৃতের দুই যুবকের নাম রাকিবুল মণ্ডল ও রাজ ভদ্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়ায়।
রাকিবুলের বাড়ি স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকারই একটি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। অন্যদিক রাজ ভদ্রের বয়স ২২। স্থানীয় সূত্রে খবর, দু’জনকেই একদিন আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ চালালেও কোনও লাভ হয়নি। এদিন সকালে এলাকার কিছু কৃষক মাঠের কাজে আশার সময় দত্তপাড়া মাঠের মাঝখানে একটি আমবাগানে দু’জনের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। উত্তেজনা ছড়াতেই খবর চলে যায় স্বরূপনগর থানায়। শেষ স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
যে আমগাছ থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে তার নিচ থেকে একটা সাইকেলও উদ্ধার হয়েছে। মৃতদেহ দু’টি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল দুজনে তা নিয়ে চাপানউতোর তৈরি হয়েছে। পরিকল্পিতভাবে খুন নাকি আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের পাশাপাশি দুই পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃতের পরিবারের এক সদস্য বলছেন, “রাতে আমরা মাঠেও খুঁজেছিলাম। কিন্তু দেখতে পাওয়া যায়নি। সকালেই থানায় যাব ভেবেছিলাম। তারমধ্যেই তো এ ঘটনা। কী করে এটা হল আমরা তো কিছুই বুঝতে পারছি না।”
গত বছরের শেষে এরকমই একটি ঘটনার প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় জলপাইগুড়িতে। ভাড়া বাড়ি থেকে একই দুই যুবকের দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার আগে তাঁদেরও বেশ কিছুদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজনের নাম সঞ্জীব বর্মন (২০)। অন্যজনের অনুপ রায় (২১)। সিলিং ফ্যান থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
