
কলকাতা: যখন-তখন ভারাক্রান্ত হচ্ছে আকাশ। তলদেশ কালো হয়ে আসছে মেঘের। আর তারপরেই বর্ষে পড়ছে জল। রবিবার থেকে বদলেছে রাজ্যের আবহাওয়া। একাধিক জেলায় হচ্ছে মেঘ-ভাঙা বৃষ্টি। শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা নিয়ন্ত্রিত।
তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এই বৃষ্টি বাঁধ ভাঙবে কাল থেকেই। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে। যার প্রভাবে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বেড়ে যাবে কয়েক ধাপ। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বাংলার একাধিক এলাকায়। বৃহস্পতিবার, মেঘভাঙা বৃষ্টি দেখা যেতে পারে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি দক্ষিণবঙ্গে। সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাগুলিতে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও পরিস্থিতি খানিকটা সমান। হাওয়া অফিস জানিয়েছে, সেখানে ৩ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
বাংলার মতো একই অবস্থা অন্যান্য রাজ্যেও। রবিবার ভোররাত থেকে ভেসেছে রাজধানী। অতিবৃষ্টির কারণে বিপর্যস্ত হয়েছে জনজীবন। জল জমেছে দিল্লির একাধিক এলাকায়। আবহাওয়া অফিস বলছে, যে সময় বর্ষা আসে তার ঠিক আট দিন আগেই মৌসুমি বায়ু প্রবেশ করেছে। বর্ষা চলে এসেছে উত্তর-পূর্ব ভারতেও মিজোরাম,তামিলনাড়ু, কর্নাটকের কিছু অংশেও।