Weather Update: মঙ্গলবার থেকে বড় বদল বাংলার আবহাওয়ায়, কী আপডেট দিল হাওয়া অফিস

Weather Update: তবে আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দমকা বাতাসের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Weather Update: মঙ্গলবার থেকে বড় বদল বাংলার আবহাওয়ায়, কী আপডেট দিল হাওয়া অফিস
প্রবল দুর্যোগ বাংলায়Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 17, 2025 | 10:56 AM

কলকাতা: সামনেই পুজো। তার আগে শপিং তো চলছেই। অনেকে ইতিমধ্যেই বেরিয়ে পড়ছেন পুজোর কেনাকাটার জন্য। কিন্তু এর মধ্যেই যদি ঝেঁপে বৃষ্টি হয় তাহলে? আজ অর্থাৎ রবিবার কি ফের বৃষ্টি হবে। কী বলছে আবহাওয়া অফিস?

জানা যাচ্ছে,উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তবে সেটি তৈরি হবে ওড়িশা উপকূলে। তবে তার প্রভাব পড়বে না বাংলায়। হালকা হয়ত দু’একটা পশলা বৃষ্টি হলেও হতে পারে।

তবে আজ অর্থাৎ রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দমকা বাতাসের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বা হয় মূলত পাসিং সাওয়ার রেইন। বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়।

সোমবারও বৃষ্টি হবে। তবে খুব কম। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায়।

তবে মঙ্গলবার ও বুধবার সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে।

আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতায়। মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পাসিং সাওয়ার রেইন।