কলকাতা: ঠাণ্ডা কমতেই মন খারাপ শীতপ্রেমী বাঙালির। তাপমাত্রার পারদ আবারও চড়েছে। মঙ্গলবার ঠাণ্ডা অনেকটাই কম। তবে শীতের কামব্যাক সময়ের অপেক্ষা। খুব বেশি সময় লাগবে না। বুধবার থেকেই ঠাণ্ডা বাড়বে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে তেমনটাই জানানো হয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মধ্যে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে। ফের ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার পারদ। ৮ ডিগ্রিতে নামতে পারে পুরুলিয়ার তাপমাত্রা। তবে পৌষ সংক্রান্তির আগেই নতুন ঝঞ্ঝার পূর্বাভাস।
উত্তুরে হাওয়ার দাপটে জানুয়ারি মাসের শুরু থেকেই চেনা ছন্দে ফিরেছিল শীত। তবে মাঝের দু-একদিনে হঠাৎ ছেদ। প্রথম এক ধাক্কায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছিল বেশ খানিকটা। কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাতে ছেদ পড়ে। তারপর আবারও নিম্নগামী পারদ। কলকাতা-সহ শহরতলিতে সর্বনিম্ন তাপমাত্রা টানা কয়েক দিন ধরেই থাকবে স্বাভাবিকের নীচে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পর থেকে তাপমাত্রা বেশ খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে।