Weather Updates: ১৮ জেলায় তাপপ্রবাহ, জেলা ধরে ধরে লাল-হলুদ-কমলা সতর্কতা হাওয়া অফিসের

Kaamalesh Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Apr 23, 2024 | 2:10 PM

Weather Update: সাধারণত লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করা হয় বর্ষার সময়। তবে এবার গরমেও নিয়মিত নানা রঙের সাবধানবার্তা আসছে। লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ। সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম। আর হলুদ মানে শুধুই তাপপ্রবাহ।

Weather Updates: ১৮ জেলায় তাপপ্রবাহ, জেলা ধরে ধরে লাল-হলুদ-কমলা সতর্কতা হাওয়া অফিসের
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: সুখবর নেই। উল্টে আরও গরম বাড়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

এতদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এই সতর্কবার্তা ছিল। তবে এবার দক্ষিণের পাশাপাশি উত্তরেও হানা দেবে তাপপ্রবাহ। ফের ৪৪ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে পশ্চিমাঞ্চলের পারদও। অন্যদিকে কলকাতা ছুঁয়ে ফেলতে পারে ৪১ ডিগ্রি। হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সাধারণত লাল, হলুদ, কমলা সতর্কতা জারি করা হয় বর্ষার সময়। তবে এবার গরমেও নিয়মিত নানা রঙের সাবধানবার্তা আসছে। লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ। সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম। আর হলুদ মানে শুধুই তাপপ্রবাহ। তবে তাপপ্রবাহ মানেই শুকনো গরম হাওয়া। শরীরের জল সবটুকু শুষে নিয়ে নাকাল করে ছাড়বে।

বুধবার

লাল সতর্কতা: পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়।

হলুদ সতর্কতা: মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে।

বৃহস্পতিবার

লাল সতর্কতা: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।

কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে

হলুদ সতর্কতা: উত্তর দিনাজপুর।

শুক্রবার ও শনিবার

কমলা সতর্কতা: দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতে।

হলুদ সতর্কতা: উত্তর দিনাজপুরে।

কমলা সতর্কতা: মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।

Next Article