West Bengal Weather Forecast: ডিসেম্বরে একটা দুঃখের খবর শোনাল হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Tomorrow: উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডব চালিয়েছে ইন্দোনেশিয়াতে। তারপর শ্রীলঙ্কায় তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। তবে এর প্রভাব ভারতে পড়েনি। সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাবও পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে নামবে পারদ।

West Bengal Weather Forecast: ডিসেম্বরে একটা দুঃখের খবর শোনাল হাওয়া অফিস
আবহাওয়ার নতুন আপডেটImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 01, 2025 | 5:15 PM

কলকাতা: নভেম্বরে তেমন ঠান্ডার আমেজ পায়নি বাংলা। মাঝে কিছুটা শীত-শীত ভাব পড়েছিল ঠিকই। কিন্তু ঘূর্ণিঝড় কাঁটায় তা শীত উধাও। আর এবার দুঃখের খবর শোনাল হাওয়া অফিস। ডিসেম্বরেও যে ঠান্ডার পড়ার সম্ভাবনা কম তা জানাল আবহাওয়া অফিস। ফলে, শীতপ্রেমীদের জন্য যে এটা খারাপ খবর তা বলার অপেক্ষা রাখে না।

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রার গড় বেশি থাকতে পারে। তবে ডিসেম্বরেও জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও আশা নেই এ রাজ্যে। উল্টে বছরের একদম শেষ মাসেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। তবে বাংলায় শীত না পড়লেও মধ্য ও উত্তর ভারতে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে।

উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় সেনিয়ার তাণ্ডব চালিয়েছে ইন্দোনেশিয়াতে। তারপর শ্রীলঙ্কায় তাণ্ডবলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় দিতওয়াহ। তবে এর প্রভাব ভারতে পড়েনি। সমুদ্রের উপকূলে এসেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়। স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাবও পড়বে না বাংলায়। আলিপুর আবহাওয়া অফিস বলছে, মঙ্গলবারের পর থেকে ধীরে ধীরে নামবে পারদ। শুক্র, শনিবার অর্থাৎ উইকন্ডের দিকে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস হয়ে নেমে যেতে পারে। তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে। নিচের দিকের জেলা অর্থাৎ দুই দিনাজপুর ও মালদাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সপ্তাহের মাঝামাঝি ফের কমবে তাপমাত্রা। তবে পারদের এই পতন স্থায়ী হবে না। ঝড়-বৃষ্টির সম্ভবনা থাকবেই বলছে হাওয়া অফিস।