
কলকাতা: নিম্নচাপের জন্য বৃষ্টি হবে সে কথা আগেই বলেছিল আলিপুর আবহাওয়া অফিস। আর অক্ষরে-অক্ষরে সেই পূর্বাভাস মিলিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোয় বৃষ্টির লেটেস্ট আপডেট কী? কী পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস?
আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সেই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির খেলাও শুরু। ২৮ তারিখ বৃষ্টির দাপট খানিকটা কমবে। তবে ১ অক্টোবর থেকে আবারও বৃষ্টি হবে। বলা ভাল, বৃষ্টিপাত আরও বাড়বে। শুধু তাই নয়, বইবে দমকা ঝোড়ো বাতাস। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা জেলার দমকা হাওয়া চলবে। ক্ষতি হতে পারে মণ্ডপের।
এরপর ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হাজির হবে। সে আবার আসবে সুদূর দক্ষিণ চিন সাগর থেকে। সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। শনিবার সন্ধে পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আর ২৯ সেপ্টেম্বর এক পশলা বৃষ্টি হবে কোনও-কোনও জায়গায়। ফলত, এই বৃষ্টি-বৃষ্টি আবহাওয়ার মধ্যেই এখানেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী ২৮,২৯, ৩০ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। দার্জিলিং-জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।