
কলকাতা: অন্ধপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। সন্ধেতেই ল্যান্ডফল সেখানে। আর সেই সময় গতিবেগ থাকবে ঘণ্টায় একশো কিলোমিটার। এর জেরে আবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া অফিস। তবে দক্ষিণে ল্যান্ডফল হলেও, উত্তর কিন্তু ভিজবে বৃষ্টিতে সেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস বলছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির হবে। কারণ, দক্ষিণে ল্যান্ডফল হলেও ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ ছত্তিসগঢ় হয়ে বিপরীত দিকে এসে বিহার হয়ে ঘূর্ণিঝড়ের অবশিষ্ট অংশ উত্তরবঙ্গের দিকে যাবে। তার প্রভাব পড়বে এ রাজ্যে।
কোথায়-কোথায় বৃষ্টি?
আজ উপকূলের দুই জেলায় ভারী বৃষ্টি। সেই বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। কাল পরশু দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকবে। আগামী ৩০ তারিখ পুরুলিয়া এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। ৩১ তারিখ বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হবে। ১ তারিখ থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
অপরদিকে, উত্তরবঙ্গে বুধবার জলপাইগুড়ি, মালদহ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তরে সব জেলায় ৩০ তারিখ ভারী বৃষ্টি। সেই বৃষ্টি অনেকাংশে বাড়বে ৩১ তারিখ। তবে, আগামী ২ নভেম্বর থেকে উত্তরের আবহাওয়ার উন্নতি হবে।
এই মান্থার প্রভাব অল্প হলেও পড়বে কলকাতায়। আগামী ৩১ তারিখ পর্যন্ত প্রতিদিন বৃষ্টি। এর মধ্যে কাল অর্থাৎ বুধবার ও পরশু বৃহস্পতিবার বেশি বৃষ্টি হবে। আর শুক্রবারের পর বৃষ্টি কমবে। কলকাতায় খুব বেশি বা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না।