West Bengal Weather Forecast: পুজোর বাকি আর মাত্র একটা মাস! বৃষ্টি বিদায় নেবে কবে? কী বলছে আবহাওয়া দফতর

West Bengal, Kolkata Weather Tomorrow: দক্ষিণবঙ্গে কোথাওই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

West Bengal Weather Forecast: পুজোর বাকি আর মাত্র একটা মাস! বৃষ্টি বিদায় নেবে কবে? কী বলছে আবহাওয়া দফতর
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 27, 2025 | 6:35 PM

কলকাতা: একটা নিম্নচাপ সরতে না সরতেই আরও এক নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের। আবহাওয়া দফতর সূত্রে খবর, সেই নিম্নচাপ ইতিমধ্যেই শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে। অন্যদিকে পুরোদমে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যা ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ হয়ে ওড়িশার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে এখনও মৎস্যজীবীদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে। শুক্রবার পর্যন্ত না যেতে বলা হচ্ছে। 

দক্ষিণবঙ্গে কোথাওই আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার রাতের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার তুলনামূলকভাবে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। শনিবারও মোটের উপর একই ছবি দেখা যেতে পারে। সব জেলাতেই বিচ্ছিন্নভাবে কমবেশি বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। আগামী রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও অনেকটা কমে যাবে।  

তবে বৃষ্টি অল্পবিস্তর হলেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বেড়ে চলেছে। মঙ্গলবার  বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করছে ৬২ থেকে ৯৩ শতাংশের মধ্যে। এদিন সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী চলবে বৃষ্টি। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বাকি জেলাগুলিও ভিজবে। শনিবারেও একই ছবি। ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার, কোচবিহারে। তবে রবিবার, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।