West Bengal Weather Forecast: বুধবার আরও বড় দুর্যোগের পূর্বাভাস, ৩ জেলা নিয়ে কী বলল হাওয়া অফিস?

West Bengal, Kolkata Weather Tomorrow: এ দিকে, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

West Bengal Weather Forecast: বুধবার আরও বড় দুর্যোগের পূর্বাভাস, ৩ জেলা নিয়ে কী বলল হাওয়া অফিস?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 02, 2025 | 4:43 PM

কমলেশ চৌধুরী ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট

কলকাতা: একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আর তার জেরে বৃষ্টি থেকে নিস্তার মিলছে না কিছুতেই। এ দিকে, আর কয়েকদিনের অপেক্ষা তারপরই দুর্গাপুজো। এখন তাই একটাই প্রশ্ন, কবে বৃষ্টি থামবে? তবে আশার আলো খুব একটা দেখাতে পারল না মৌসম ভবন। আইএমডি (IMD)-র ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, দুর্গা পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, সেপ্টেম্বর মাসব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এই বছর আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কি না তা সাত দিন আগেই বলা সম্ভব। এখন থেকেই তা বলা সম্ভব নয়। তাঁর বক্তব্য, এই বছর পশ্চিমবঙ্গ-সহ পূর্ব এবং উত্তর ভারতে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দশকের ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ-সহ উত্তর পূর্বে বৃষ্টি কমছে।

এ দিকে, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। ২ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। তার জেরে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু বৃষ্টি নয় হবে ভারী বৃষ্টি। আজ দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি চলবে। বুধবার সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। আর কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস