
কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে দ্রুত তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে। একইসঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমলেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
এদিকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তার হাত ধরেই প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে রাজ্যে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী দু’দিন উত্তরবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে উপরের দিকেই থাকবে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে বলে মনে করছে হাওয়া অফিস।
আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা-মাঝারি বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে। রবিবার থেকে বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু-একদিন ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।