
কলকাতা: বৃষ্টি…বৃষ্টি…আর বৃষ্টি! থামার তো লক্ষণই নেই। সেই কবে থেকে বৃষ্টি শুরু হয়েছে। কখনও মুষলধারে কখনও বিক্ষিপ্ত। পুজোতেপ্রশ্ন ও বৃষ্টি হয়েছে। তবে উত্তরবঙ্গে শনিবার-রবিবার যে হারে বৃষ্টি হয়েছে তাতে বৃষ্টি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন একটাই কবে কমবে এই বৃষ্টি? কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?
এই আবহের মধ্যেই আলিপুর আবহাওয়া অফিস দিল স্বস্তির খবর। আপাতত চার থেকে পাঁচদিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই রাজ্যে। তা বলে রোদের দেখা মিলবে কি না এখনও জানতে পারা যায়নি। আজ আর ভারী বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনও ভারী কিংবা অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে উত্তরে। দক্ষিণবঙ্গে যদিও বৃষ্টি হয় তাও বিক্ষিপ্ত ভাবে। তবে বর্ষা বিদায়ের এখন পূর্বাভাস নেই।
এক নজরে কোথায় কবে বৃষ্টি?
সোমবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়া জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায়।
বুধবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম
বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। কিছু জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টি হবে।
মঙ্গলবার এবং বুধবার বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গের জেলা গুলিতে। উপরের দিকের জেলাগুলিতে সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।
বৃহস্পতিবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।