
কলকাতা: কেটেও কাটল না। দুর্গাপুজোর পর ভাসবে কালীপুজোও। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টির তীব্র সম্ভবনা রয়েছে বলেই জানিয়ে দিল তাঁরা। অবশ্য, সপ্তাহান্তে বৃষ্টির আগে কয়েকদিনের জন্য পরিষ্কার আকাশও দেখা যাবে বলেই জানিয়েছে আলিপুর।
বুধবার আলিপুর আবহাওয়া দফতর প্রকাশিত আবহ-বুলেটিন অনুযায়ী, শুক্রবার কোনও চিন্তা নেই। উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, আকাশ সর্বত্রই পরিষ্কার থাকার সম্ভবনা বেশি। এই সময়কালে রাজ্যের কিছু কিছু জেলাই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তবে তার জেরে অস্বস্তি খুব একটা হবে না। এক কথায় মোটের উপর বৃষ্টির আশঙ্কাও কম থাকবে বললেই চলে।
চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত তাপমাত্রায় খুব একটা বদল হবে না। বড়সড় পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দিন কয়েকের মাথায় সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা। রাতে কমবে তাপমাত্রা। এছাড়াও, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার পরিমাণও অনেকটাই বেশি থাকবে।
শনিবার থেকেই হবে হাওয়া বদল। উত্তর ও দক্ষিণবঙ্গের দুই দিকেই বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। যার জেরে নামবে বৃষ্টিপাত। শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এই সময়কালে উত্তরের দিকের দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পং এবং নীচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা, বিশেষ করে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেখানেও দেখা যাবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে।