
কলকাতা: সকাল থেকে মেঘে ঢাকা ছিল কলকাতার আকাশ। তবে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে সেই সূর্য উঠেছে। কিন্তু রোদের তেজ সেই অর্থে নেই বললেই চলে। তারপর আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ফলে শীত যে উধাও হওয়ার পথে তা বলার অপেক্ষা রাখে না। আলিপুর আবহাওয়া অফিস বলছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। তারপর ২৬ জানুয়ারি আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। আর এই দুয়ের জেরেই উধাও হবে শীত। আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠা নামা চলবে। শুক্র ও শনিবার এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে ফের রবি ও সোমবারে সেই তাপমাত্রা আবার বাড়বে। তবে, তাপমাত্রা বাড়লেও খুব একটা গরম অনুভূত হবে না বলেছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
বৃহস্পতিবার সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে সব জেলা। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা।
দিনের বেলায় শীতের আমেজ কার্যত উধাও। সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে আজকের তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত তেমন আবহাওয়াই বজায় থাকছে।
সকালের দিকে হালকা ধোঁয়াশা/কুয়াশার সম্ভাবনা কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। দিনের বেলায় শীত উধাও হয়ে যাবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯২ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।