
কমলেশ চৌধুরীর ইনপুট
কলকাতা: ঘূর্ণাবর্তের জোড়া দফা। বৃষ্টির প্রকোপ কাটছেই না। তবে বর্ষার বিদায় নিয়ে আশার আলো দেখিয়েছে আবহাওয়া অফিস। ৩ দিন পর থেকে বর্ষার বিদায় শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কমবে বৃষ্টি। তবে তার আগে ঘূর্ণাবর্তের প্রভাবে আরও বৃষ্টি হতে পারে। আজ কোথায় কোথায় বৃষ্টি হবে?
বর্তমানে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর। আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর ওড়িশাতে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। সঙ্গে বইতে পারে দমকা বাতাসও। রবিবার থেকে কমবে বৃষ্টি। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে কোনও বৃষ্টির সতর্কবার্তা নেই।
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯৭ শতাংশ। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৭৬ শতাংশ।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে দমকা বাতাস বইতে পারে। শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আর নেই। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতাও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোনও কোনও অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।