West Bengal Weather: রাত পোহালেই এক ধাক্কায় কতটা নামবে পারদ? কী বলল আবহাওয়া দফতর?

West Bengal, Kolkata Weather Report: পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৪-১৫ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি।

West Bengal Weather:  রাত পোহালেই এক ধাক্কায় কতটা নামবে পারদ? কী বলল আবহাওয়া দফতর?
রাজ্য জুড়ে শীতের আমেজImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2025 | 10:57 AM

কলকাতা: পূর্বাভাস ছিলই। আরও নামল তাপমাত্রা। বাংলায় এখন শীতের আমেজ। রোদ ঝলমলে খটখটে আবহাওয়া। তবে সে রোদ গায়ে জ্বালা ধরাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত বৃ্ষ্টির কোনও সম্ভাবনা নেই। বাড়বে ঠান্ডার আমেজ। ১৮ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। আলিপুরের তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা নেমেছে ১৪-১৫ ডিগ্রির ঘরে। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে। তবে পুরোপুরি শীত আসতে আরও দেরি।

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রোদ ঝলমলে পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৮৯ শতাংশ। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।