West Bengal Weather: ফিরছে উত্তুরে হাওয়া, আমেজ ফুরনোর আগে এল শীতের উপহার!

West Bengal, Kolkata Weather Report: মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের চার জেলা — দার্জিলিংস জলপাইগুড়িস কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পড়বে পারদ।

West Bengal Weather: ফিরছে উত্তুরে হাওয়া, আমেজ ফুরনোর আগে এল শীতের উপহার!
আবহাওয়ার খবর Image Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Jan 13, 2026 | 10:13 AM

কলকাতা: স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা। আগামী দু’দিনে পারদ পড়তে পারে আরও কিছুটা। ঝিমিয়ে পড়ে ঠাণ্ডা নতুন করে ফিরে পাবে প্রাণ। মঙ্গলবার বিকাল থেকেই নতুন করে সক্রিয় হবে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের মেয়াদে বাড়তি ‘জ্বালানি’ জোগাতে আসছে ওই হিমেল হাওয়া। সুতরাং বলা যেতে পারে, পৌষ পার্বণে বজায় থাকবে শীতের আমেজ।

দক্ষিণবঙ্গে ‘হাওয়ার মুড’

হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার সম্ভবনা নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা থাকার সম্ভবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দাপট বাড়াবে কুয়াশা।

অন্যদিকে, তাপমাত্রা সকালের দিকে স্বাভাবিক থাকলেও, রাতের দিকে সামান্য কমতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তিতে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা

মঙ্গলবার উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। উত্তরবঙ্গের চার জেলা — দার্জিলিংস জলপাইগুড়িস কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও পড়বে পারদ। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

কলকাতায়

আগামী কয়েকদিনে শহরের তাপমাত্রায় পরিবর্তন দেখা যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্য়ে তাপমাত্রা নামবে ১২ ডিগ্রি ঘরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৭ থেকে ৯৩ শতাংশ।