
কলকাতা: ফের বঙ্গোপসাগরে দানা বেঁধেছে নিম্নচাপ। তাতেই পুজোর মুখে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে আম-আদমির কপালে। কিন্তু কতটা প্রভাব পড়বে বাংলায়? আবহাওয়া দফতর বলছে, নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে রয়েছে এই নিম্নচাপ। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব আপাতত নেই বাংলায়। তেমনটাই বলছে আবহাওয়া দফতর। তবে এর হাত ধরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে আদ্রর্তাজনিত অস্বস্তি বাড়তেই থাকবে।
তবে বৃষ্টি কি একদমই হবে না? আবহাওয়া দফতর বলছে, মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। ফলে কলকাতা-সহ সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস চলছে। শনিবারের পাশাপাশি রবিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার ও মঙ্গলবারও রাজ্যের কমবেশি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। তবে সেখানে থাকছে অতিবৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও থাকছে। শনিবারের পাশাপাশি রবিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার পর্যন্ত মোটের উপর একই অবস্থা থাকবে।