West Bengal Weather: তিন ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরবে হাওয়া! কোথায় বৃষ্টি, কোথায় শুকনো, জানাল হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Report: আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলে সকালের দিকে কমেছে তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২.৯ ডিগ্রি পড়ে এসে ঠেকেছে ২৯.৯ ড্রিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পড়ে এসে ঠেকেছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৫ শতাংশ।

West Bengal Weather: তিন ঘণ্টার মধ্যে ১৮০ ডিগ্রি ঘুরবে হাওয়া! কোথায় বৃষ্টি, কোথায় শুকনো, জানাল হাওয়া অফিস
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: Avra Chattopadhyay

Sep 16, 2025 | 8:37 AM

কলকাতা: সকাল থেকেই আকাশে মেঘ জমেছে। সোমবার সন্ধ্য়া থেকে টানা মঙ্গলবার ভোর পর্যন্ত দু-এক জায়গায় বৃষ্টিও হয়েছে। এমনকি মঙ্গলের সকালে হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা গিয়েছে শহরজুড়ে। এদিনটাও কাদা-জলেই যে কাটবে, তা বুঝে গিয়েছেন একাংশ বাঙালি। কিন্তু আলিপুর আবহাওয়া দফতর, তারা কী বলছে?

কলকাতায় মাঝারি বৃষ্টির সম্ভবনা

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলে সকালের দিকে কমেছে তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২.৯ ডিগ্রি পড়ে এসে ঠেকেছে ২৯.৯ ড্রিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা পড়ে এসে ঠেকেছে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা ৯৮ শতাংশ। সর্বনিম্ন ৮৫ শতাংশ।

আর বৃষ্টিপাত? তা নিয়ে কি বলছে হাওয়া অফিস? আলিপুর জানিয়েছে, খুব একটা সম্ভবনা নেই, তবে হালকা-মাঝারি বৃষ্টিপাতের সামান্য পূর্বাভাস দিয়েছে তারা। জানিয়েছে, কোথা কোথাও দেখা যেতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও।

জেলার আকাশে কতটা মেঘ?

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী তিন ঘণ্টার মধ্য়ে জেলার আকাশে হবে মেঘের খেলা। নামবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর-সহ মুর্শিদাবাদ, ২৪ পরগনায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে হাওয়া। চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভবনাও রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী তিন ঘণ্টার মধ্যে ভিজতে চলেছে মালদা ও দুই দিনাজপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে এই দুই জেলায়। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টায় বইবে দমকা হাওয়াও। বৃষ্টির সম্ভবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। তবে সেখানে আগামী তিন ঘণ্টার মধ্য়ে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।.