Weather Update: একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফের অশনি সংকেত হাওয়া অফিসের

Weather Update-Durga Puja: দশমীর দিনই ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপের গন্তব্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ হলেও বাড়বে বৃষ্টি। উপকূল থেকে শুরু করে পাহাড়ে জারি থাকছে কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা।

Weather Update: একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফের অশনি সংকেত হাওয়া অফিসের
প্রতীকী ছবি Image Credit source: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 01, 2025 | 10:01 AM

কলকাতা: বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর শুরু হয়ে গেল। আর শুরুতেই ফের নিম্নচাপের খবর দিল হাওয়া অফিস। আগেই পূর্বাভাস ছিল, পুজোর মধ্যে পরপর দুটি নিম্নচাপ তৈরি হবে। একটি আগে বাংলা থেকে দূরে চলে গিয়েছে। আর এবার আরও একটি নিম্নচাপের অশনি সংকেত। পুজোর মধ্যেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।

অষ্টমীতে সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের দিকে কলকাতার প্যান্ডেল হপিং-এ কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি। আজ নবমীতেও রয়েছে অশনিসঙ্কেত। রাজ্য জুড়ে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে দশমী থেকে দ্বাদশী পর্যন্ত একটা দুর্যোগের জোর আশঙ্কা থেকেই যাচ্ছে।

আগামী তিনদিন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিছু অঞ্চলে একদিনে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ ফের শহরের রাস্তায় জল জমবে, এমনটাই আশঙ্কা রয়েছে। দশমীতে কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের বৃষ্টিতে বিসর্জনে বিপত্তি ঘটতে পারে। বইবে ঝড়ো হাওয়া। মণ্ডপে ক্ষতির আশঙ্কাও থাকছে।

দশমীর দিনই ঘনীভূত হবে গভীর নিম্নচাপ। গভীর নিম্নচাপের গন্তব্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ হলেও বাড়বে বৃষ্টি। উপকূল থেকে শুরু করে পাহাড়ে জারি থাকছে কমলা সতর্কতা। অঝোরে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও। বিপাকে পড়তে পারেন উত্তরবঙ্গ, সিকিমের পর্যটকরা। আজ, নবমীর দিনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ডুয়ার্স অঞ্চলে। দশমীতে উত্তরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। একাদশী ও দ্বাদশীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, সিকিমে ধস নামতে পারে। বিপদ বাড়তে পারে সিকিম, ভুটানের জলেও। পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।