West Bengal Weather: শুক্রবার থেকেই বদলাবে পরিস্থিতি, এই জেলাগুলিতে চলবে বৃষ্টি

West Bengal, Kolkata Weather Report: জানা গিয়েছে, যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

West Bengal Weather: শুক্রবার থেকেই বদলাবে পরিস্থিতি, এই জেলাগুলিতে চলবে বৃষ্টি
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 23, 2025 | 12:12 PM

কলকাতা: বর্ষা চলে গেছে। কিন্তু বৃষ্টির রেহাই নেই। ভোর বা রাতের দিকে একটু ঠান্ডা-ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিস বলছে বৃষ্টি হবে। কিন্তু এখনই নয়, সামনের সপ্তাহে। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা থাকবে।

জানা গিয়েছে, যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সেটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। আর এর জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে। মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অপরদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। সেটি আবার গতি পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে সেটি। তবে এর গতি কমে যাবে বলে কোনও প্রভাব পড়বে না বাংলায়।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। তবে শুক্রবার থেকে পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি, রবি এবং সোমবার এই জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

আর দক্ষিণবঙ্গে শুক্রবার অর্থাৎ ২৪ শে অক্টোবর থেকে বদলাবে হাওয়া। উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনায়। শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। আর রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে।