
কলকাতা: আপাতত ইন্দোনেশিয়ার পথে ঘূর্ণিঝড় সেনিয়ার। এর কোনও প্রভাব ভারতে না পড়লেও এখন নজর এখন শ্রীলঙ্কা লাগোয়া ভারত মহাসাগরের দিকে। কারণ, সেনিয়ারের পর আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। শ্রীলঙ্কার কাছে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি হয়েছে। ফলে শীতের পথে যে আবারও কাঁটা ঘূর্ণিঝড় তা বলার অপেক্ষা রাখে না।
শ্রীলঙ্কা উপকূলে একটি নিম্নচাপের জন্ম নিয়েছিল। ক্রমেই সেটি শক্তি বাড়িতে অতিগভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এবারের ঘূর্ণিঝড়ের নাম দিতওয়াহ। ধীরে-ধীরে সেটি তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের দিকে এগোবে। আর এর জেরে দক্ষিণ ভারত জুড়ে প্রবল বৃষ্টির আশঙ্কা। তবে এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এর জেরে বাংলায় বৃষ্টি হতে পারে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। ফলে যে পারদ পতন হয়েছিল, রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার ইঙ্গিত রয়েছে।
অপরদিকে, বৃষ্টির জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার জন্য পর্যটক ও মৎস্যজীবীদের জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে এক বাংলায় আগামী কয়েকদিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। বস্তুত, কয়েকদিন ধরে রাতের তাপমাত্রা নেমেছে। প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে তাপমাত্রা। জলীয় বাষ্প ক্রমেই ঢোকায় তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে।