
কলকাতা: একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আর তার জেরে বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি দেখেছে এ বাংলা। অনেকের মনেই প্রশ্ন ছিল, পুজোর আগে কি বৃষ্টি কমবে না? এবারের পুজো কি মাটি হয়ে যাবে? আলিপুর আবহাওয়া অফিস কী বলছে? আপতত, ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। অন্তত, তেমনই বলছে হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি কিন্তু হবে উত্তরবঙ্গে।
ইতিমধ্যেই আরও একটি নিম্নচাপের জন্ম হয়ে গিয়েছে বঙ্গোপসাগরে। তবে এর কোনও প্রভাব আপাতত বাংলায় পড়বে না। যা বৃষ্টি হবে ওড়িশায়। ধীরে-ধীরে নিম্নচাপটি সরে যাবে মধ্যপ্রদেশের দিকে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। তবে ভারী বৃষ্টি হবে না। দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও আবহাওয়া অফিস বলছে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যেই বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু আজ নয়, একই সঙ্গে আগামিকালও কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আদ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
এ দিকে, উত্তর ভারতে ভয়াল রূপ দেখাচ্ছে আবহাওয়া। কুলু-মানালিতে প্রবল বৃষ্টিতে ভেঙে গিয়েছে একের পর এক রাস্তা। প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে জম্মুও। সেখানে জারি রয়েছে কমলা সতর্কতা। প্রাকৃতিক বিপর্যয়ে বৈষ্ণদেবীতে নেমেছে ধস। মৃত্যু হয় একাধিকের।