
কলকাতা: ডিসেম্বরের শহর পেল ‘স্যান্টার উপহার’। এক নয়, একাধিক বার ‘কোল্ডেস্ট ডে’ নজির গড়ল কলকাতা। আরও একবার সাক্ষী থাকল মরসুমের শীতলতম দিনের। মঙ্গলবার এক ধাক্কায় পারদ নামল শহরের। ১২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা খোদ আলিপুরেই। এ যেন শীতে ‘ঝোড়ো ব্যাটিং’। যার আঁচ পাওয়া গিয়েছিল বড়দিনেই। তবে শুধুই যে পারদ নামল এমনটা নয়। গোটা রাজ্যের নানা প্রান্তেই বইরে হাড় কাঁপানো উত্তুরে হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলেও দিনভর বজায় থাকবে স্য়াঁতস্যাঁতে ঠান্ডা। তবে যে হিমেল হাওয়া এখন বইছে, তাতে এবার বাঁধ পড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, নতুন বছর উঁকি দিতেই প্রভাব বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার। ফলত কমতে পারে উত্তুরে হাওয়ার দাপট। যা আবার প্রভাব ফেলবে এই পারদপতনেও।
জেলা থেকে শহর, বেলা গড়ালেও সরছে না কুয়াশা। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ৩রা জানুয়ারি পর্যন্ত তা সরার কোনও সম্ভবনাও নেই। হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকবে রাজ্যের নানা প্রান্ত। দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের কাছাকাছি। সব মিলিয়ে শীতের ‘ফুল প্যাকেজ’। রাতের দিকে আবার এই তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি নামতে পারে বলেই অনুমান আবহবিদদের।
দক্ষিণবঙ্গে যখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, উত্তরবঙ্গ কি তখন সেই শীত থেকে ছাড় পায়? গত এক মাস ধরে উত্তরবঙ্গের পার্বত্য জেলা, দার্জিলিং, কালিম্পঙে তাপমাত্রা ঘোরা ফেরা করছে ৫ ডিগ্রির ঘরে। কখনও শীতের দাপট কমলে তা নামছে ৮-৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ওই অঞ্চলগুলিতে শীতের সঙ্গে দাপট বাড়িয়েছে কুয়াশাও। দৃশ্যমানতা ১৯৯-৫০ মিটারের কাছে পৌঁছে গিয়েছে। বছরের শুরুতে দার্জিলিঙে এবং কালিম্পং পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।