Weather Update: বৃষ্টির রেড-অরেঞ্জ অ্যালার্ট রাজ্যে, কেমন থাকবে কলকাতার আকাশ, জানুন আবহাওয়ার আপডেট

Weather Update-Durga Puja: আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার নিম্নচাপ বর্তমানে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ় এলাকায় অবস্থান করছে। এটি প্রথমে উত্তর দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে গিয়ে নিম্নচাপে পরিণত হবে। এরপর আবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

Weather Update: বৃষ্টির রেড-অরেঞ্জ অ্যালার্ট রাজ্যে, কেমন থাকবে কলকাতার আকাশ, জানুন আবহাওয়ার আপডেট
Image Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 04, 2025 | 11:38 AM

কলকাতা: নিম্নচাপের প্রভাব এখনও জারি। শুক্রবারের পর শনিবারও সকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদে। বাকি সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইছে জায়গায় জায়গায়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার নিম্নচাপ বর্তমানে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ় এলাকায় অবস্থান করছে। এটি প্রথমে উত্তর দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের দিকে গিয়ে নিম্নচাপে পরিণত হবে। এরপর আবার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।

কলকাতায় শনিবার মূলত মেঘলা আকাশ থাকবে। সকালেই এক পশলা ভারী বৃষ্টি হয়ে গিয়েছে। তবে আগামিকাল রবিবার কখনও মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের পর থেকে সন্ধ্যের মধ্যে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে স্থানীয়ভাবে। তবে একনাগাড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বৃষ্টি চলবে সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলায়। সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

তবে উত্তরবঙ্গে দুর্যোগের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টিতে এবং ঝোড়ো হাওয়ায় দুর্যোগ বেশি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। উত্তরের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বইবে।

আজ, শনিবার সারাদিনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। প্রবল বৃষ্টির লাল সর্তকতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা। আরও উঁচুতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং-এ রয়েছে কমলা সতর্কতা। কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে, মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও হলুদ সর্তকতা রয়েছে। সঙ্গে দমকা ঝড়ো বাতাস থাকবে সব জেলাতেই।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৮৭ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।