
কলকাতা: শীতের কালক্ষণ এখনও আসেনি, ‘ঘুমপ্রিয়’ মানুষদের জন্য নিজের মেয়াদ বাড়াল শীত। সকাল থেকে রাজ্য়জুড়ে উত্তুরে হাওয়ার দাপট। ৬টা বেজে গেলেও, আলোর দেখা নেই। শীতের মেজাজে আঁধারেরও যেন ঘুম ভাঙছে না। এমনকি বেলা গড়ালেও চাদর সরছে না কুয়াশারও। এবার এই আবহেই আড়াই ডিগ্রি পারদপতন কলকাতায়।
সোমবার ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। ঝঞ্ঝা সরছে, সুতরাং ঠান্ডা আরও বাড়বে। শহরজুড়ে বাড়বে কাঁপুনিও। আগামী তিন-চার দিনে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সময়কালে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে।
বর্ষশেষের ভোরে কলকাতায় ১১ ডিগ্রিতে নেমে গিয়েছিল নেমে গিয়েছিল পারদ। কিন্তু নতুন বছরের শুরু থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বেড়েছে। চার দিনে তিন ডিগ্রি বেড়ে রবিবার ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে যায় তাপমাত্রা। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, এবার সেই তাপমাত্রা আবার কমতে চলেছে। খুব একটা পরিবর্তন না হলেও, কমপক্ষে তিন থেকে চার ডিগ্রি নামতে পারে।
সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে —