
কলকাতা: পুজোর শপিং শুরু করেছেন নিশ্চয়? হাতে তো আর বেশি দিন নেই। তবে পুজোর কেনাকাটা কিন্তু আজ-কালের মধ্যেই যতটা এগিয়ে নিয়ে যাওয়ার এগিয়ে নিন। কারণ, মঙ্গলবার থেকে আবার পাল্টে যাবে আবহাওয়ার পরিস্থিতি। ধীরে-ধীরে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বইবে দমকা হাওয়া। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্ম হয়েছে। সেটি ওড়িশা-ছত্তিশগঢ়-মধ্যপ্রদেশ পেরিয়ে এখন রাজস্থানে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি পৌঁছবে গুজরাটে। আরও শক্তি বাড়াবে নিম্নচাপটি।
আবহাওয়া অফিস বলছে, আজ রবিবার ও কাল সোমবার বৃষ্টির সম্ভাবনা কম। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের কিছু জেলার কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টি হবে।
তবে মঙ্গলবার থেকে ঘুরে যাবে খেলা। দক্ষিণবঙ্গের নয় জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বৃষ্টি হবে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায়।
কলকাতার জন্যও রয়েছে একই পূর্বাভাস। রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৬ ডিগ্রি সেলসিয়াল। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াসের কাছে।
এবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্যও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
বুধবারে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।
শুক্রবার শুধু কালিম্পং-এ ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।