West Bengal Weather: জারি কমলা সতর্কতা, কখন হবে বৃষ্টি, কখন থাকবে রোদেলা? জানাল হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভবনা নেই। তবে খুব দুপুরের দিকে সামান্য আকাশ কালো করে বৃষ্টি নামতেও পারে। আর জল ঝরলেও, ওই সময় আকাশ সামান্য মেঘে ঢাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

West Bengal Weather: জারি কমলা সতর্কতা, কখন হবে বৃষ্টি, কখন থাকবে রোদেলা? জানাল হাওয়া অফিস
প্রতীকী ছবিImage Credit source: PTI

| Edited By: Avra Chattopadhyay

Sep 09, 2025 | 9:42 AM

কলকাতা: আকাশে আর কাদা-কাদা মেঘ নেই। একেবারে পরিষ্কার। শহর থেকেও যেন উধাও হয়ে গিয়েছে বৃষ্টিপাত। যে টুকু হচ্ছে, তা গোটাটাই উত্তরবঙ্গে। তা হলে পুজো আসতেই কি কাটছে মেঘ? নিম্নচাপের যে আশঙ্কা তৈরি হয়েছে তাও কি মিটে গেল?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার শহরের আকাশ পরিষ্কারই থাকবে। বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভবনা নেই। দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গে থাকবে গরম ও চরম অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই উর্ধ্বে। তবে দুপুরের দিকে সামান্য আকাশ কালো করে বৃষ্টি নামতেও পারে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যু-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে। যা কমবে শনি-রবিতে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ আদ্রতা তাকবে ৮৯ শতাংশ। সর্বনিম্ন আদ্রতা থাকবে ৬৬ শতাংশ।

উত্তরে বৃষ্টি, দক্ষিণে রোদ

শহর না হয় শুকনো রইল, কিন্তু জেলা? সেখানে কি বৃষ্টির কোনও সম্ভবনা রয়েছে? ইতিমধ্য়ে মঙ্গলে উত্তরবঙ্গের দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরের বাকি জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  পাশাপাশি, বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার জলপাইগুড়ি,  আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টি বাড়বে। একদিকে উত্তরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি, তখন দক্ষিণ থাকবে রোদেলা এবং তপ্ত।