
কলকাতা: পুজো মানেই যেন বৃষ্টি। বাঙালির উৎসবের মাসে পিছু ছাড়ছে না নিম্নচাপ। দুর্গপুজো হোক বা কালীপুজো, বৃষ্টিই এখন ভবিতব্য। সুতরাং, এই বৃষ্টির হাত থেকে বাঙালি এখনই রেহাই পাচ্ছে না বললেই চলে। সোমবার সেই পূর্বাভাসটাই দিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। নতুন করে নিম্নচাপ ভাসাতে চলেছে রাজ্যকে, জানিয়ে দিল আবহাওয়া দফতর।
মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বিগত কয়েকদিন ধরেই তীব্র হচ্ছিল বাংলায় শীত আসার সম্ভবনা। কিন্তু তা আর যেন হল না। বরং কালীপুজোর সপ্তাহেও বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন একটি নিম্নচাপ। যার প্রভাব দেখা যাবে দু’দিন পর থেকেই। বৃহস্পতিবার এই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। যার জেরে শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বৃষ্টিপাত। নিম্নচাপের তৈরির পর্বে তা তামিলনাড়ু-অন্ধ্র উপকূলের এগিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তা যদি ঘটে, তা হলে কিছুটা হলেও রেহাই পাবে বাংলা।
সপ্তাহান্তে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী ২৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার থেকেই বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে। এছাড়াও বৃষ্টির সম্ভবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। তবে গোটাটাই বিক্ষিপ্ত। শুক্রবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও। সেখানে দার্জিলিং, কালিম্পংয়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভবনা।
শনি ও রবিবার থেকে বাড়বে বৃষ্টিপাতের তীব্রতা। এই সময়কালে রাজ্যের সব জেলায় বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী নয়, হালকা থেকে মাঝারি। অর্থাৎ জনজীবনে বিশেষ প্রভাব পড়বে না বললেই চলে।
সোমবার দক্ষিণবঙ্গে গোটা দিন আকাশ মোটামুটি পরিষ্কার থেকেছ বললেই চলে। দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের সম্ভবনা ছিল, তবে তা খুব একটা প্রভাব ফেলেনি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯২ শতাংশ। সর্বনিম্ন ৪৬ শতাংশ।