West Bengal Weather Latest Update: শনিবার থেকেই মোড় ঘুরবে আবহাওয়ার, আবার বৃষ্টি হবে এই সব জেলায়

West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশই থাকছে। কোনও-কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

West Bengal Weather Latest Update: শনিবার থেকেই মোড় ঘুরবে আবহাওয়ার, আবার বৃষ্টি হবে এই সব জেলায়
কোথায়-কোথায় বৃষ্টি?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2025 | 10:06 AM

কলকাতা: কিছু জায়গায় এখনও বর্ষা থেকে গেলেও আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা দেশ থেকেই যে বর্ষা বিদায় নেবে তা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এতেও শিকে ছিঁড়বে না। কারণ, সপ্তাহে শেষে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। জানা যাচ্ছে,শুক্রবার পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও শনি ও রবিবার হাওয়া বদল হবে বাংলায়। মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে। জানা যাচ্ছে, দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শেই এই বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশই থাকছে। কোনও-কোনও জেলায় কিছুক্ষণের জন্য আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে খেলা ঘুরবে শনিবার।

এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া দক্ষিণ বিহার এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আর তামিলনাড়ু উপকূল এবং কোমরিন সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাব পড়তে পারে লাক্ষাদ্বীপ এবং কেরল, কর্ণাটক উপকূল এলাকায়।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি?

উপকূলের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার বৃষ্টির পূর্বাভাস এই দুই জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও রয়েছে। তবে সোমবার অর্থাৎ কালীপুজোর দিন থেকে বৃষ্টি কমবে।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের জন্য আবারও বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। এর পাশাপাশি কুয়াশার সম্ভাবনাও বাড়বে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। সপ্তাহের শেষে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনি ও রবিবারের মধ্যে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সংলগ্ন এলাকায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। জলীয় বাষ্প কিছুটা থাকলেও এখনো অস্বস্তি বেশি হবে না। হাওয়ার পরিবর্তন।