e Weather Latest Update: এবার শীত নয়, এক অন্য পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস - Bengali News | West Bengal and Kolkata Weather Report for Kolkata West bengal | TV9 Bangla News

Weather Latest Update: এবার শীত নয়, এক অন্য পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস

West Bengal, Kolkata Weather Report: আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী ২২ নভেম্বর একটি নিম্নচাপের জন্ম হতে পারে বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়তে পাড়ে তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলিতে। প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কাতেও। এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে।

Weather Latest Update: এবার শীত নয়, এক অন্য পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 20, 2025 | 1:34 PM

কলকাতা: রাতের দিকে হালকা শীত-শীত ভাবে। আর বেলা বাড়তেই গরম। নভেম্বরটা এমনই কাটছে। শীতপ্রেমীদের প্রশ্ন কবে সেই জাঁকিয়ে শীত পড়বে? কবে বেরবে লেপ-কম্বল? কিন্তু না, তার কোনও সদুত্তর আপাতত দিতে পারেনি কেউ। কিন্তু শীতের কোনও পূর্বাভাস না এলেও, এবার কিন্তু একটা অন্য খবর দিল আবহাওয়া অফিস। কী সেই খবর?

এই গোটা বছরটা ভুগিয়েছে বৃষ্টি। বন্যায় ঘর ভেসেছে প্রচুর মানুষের। নিঃস্ব হয়ে গিয়েছেন অনেকে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ একই ছবি সব জায়গায়। শুধু বাড়িঘর ভেঙেছে এমনটা নয়। প্রাণহানি হয়েছে প্রচুর। তবে বৃষ্টি যে বছরের শেষ অবধি থাকবে এবার এল সেই পূর্বাভাস। হ্যাঁ ঠিকই ধরেছেন, শীতের পথে বাধা হতে পারে বৃষ্টি। কারণ আগামী কয়েকদিনের মধ্যেই আবারও জন্ম নেবে নিম্নচাপ।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী ২২ নভেম্বর একটি নিম্নচাপের জন্ম হতে পারে বঙ্গোপসাগরে। শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাব পড়তে পাড়ে তামিলনাড়ুর মতো দক্ষিণের রাজ্যগুলিতে। প্রভাব পড়তে পারে শ্রীলঙ্কাতেও। এই নিম্নচাপ আরও শক্তি বাড়াতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়বে কি না জানা যায়নি। তবে বাংলায় এখনই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। উল্টে দু থেকে তিন ডিগ্রি মতো বাড়তে পারে তাপমাত্রা। ঠান্ডার কোনও আমেজই এখন পাওয়া যাবে না। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কী হবে তা এখনই বলা যাচ্ছে না।