
কলকাতা: উর্ধ্বমুখী পারদ। কিন্তু কুয়াশা কাটছে না। সোমবার ফের ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় জানুয়ারিতে আবহাওয়া গরম হচ্ছে বলেই জানিয়েছে তাঁরা। আগামী দু-তিন দিনের মধ্য়ে সেই ফারাকটাও বোঝা যাবে বলেই মত আবহবিদদের।
সোমবার স্বাভাবিকের থেকে তাপমাত্রা খানিকটা নীচে। তবে এই তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের মধ্যে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি বেড়ে যেতে চলেছে। সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাদ বাকি জেলাগুলিতে দাপট বজায় রাখবে কুয়াশা। ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার পশ্চিমের দিকে জেলা — বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা দেখা গিয়েছে। কলকাতাতেও ভোরের দিকে দেখা গিয়েছে কুয়াশার দাপট। শীতের মেজাজ খানিকটা কমেছে। আগামী কয়েক দিনে তা আরও কমতে চলেছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ছিল ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারের মধ্যেই পশ্চিমের জেলায় ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ ঘোরাফেরা করবে।
অন্য়দিকে, উত্তরবঙ্গে স্বস্তি এখনও বজায় রয়েছে। সেখানে আপাতত ঘন কুয়াশার সতর্কতা। তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু তাতে শীতের আমেজে খুব একটা ফারাক তৈরি করছে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোন হেরফের নেই। একই রকম আবহাওায়া থাকবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে নীচের দিকের জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।