West Bengal Weather: নিম্নচাপ-ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত, বাংলায় শীতের কী হবে এবার

West Bengal, Kolkata Weather Report: আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরে আকাশ হবে পরিষ্কার। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা দেখা যাবে কয়েকটি জেলায়। বাকি সব জেলাতেই হালকা কুয়াশা থাকে সকালের দিকে কিছুক্ষণ।

West Bengal Weather: নিম্নচাপ-ঝঞ্ঝা-ঘূর্ণাবর্ত, বাংলায় শীতের কী হবে এবার
Image Credit source: Getty Image

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 24, 2026 | 11:47 AM

কলকাতা: আনুষ্ঠানিকভাবে বসন্ত আসতে এখনও দিন ২০ বাকি। তার আগে বাংলায় শুরু হয়ে গিয়েছে শীতের লুকোচুরি খেলা। আজ, শনিবার শীতের আমেজ বেড়েছে কিছুটা। রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। সকালে শীতের আমেজ অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হবে শীত। উধাও হবে। সন্ধ্যে থেকে ফের শীতের আমেজ ফিরবে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা রয়েছে ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। পূর্বাভাস বলছে, কলকাতার তাপমাত্রা আপাতত ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯৪ শতাংশ।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পরে আকাশ হবে পরিষ্কার। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি থাকছে সোমবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা দেখা যাবে কয়েকটি জেলায়। বাকি সব জেলাতেই হালকা কুয়াশা থাকে সকালের দিকে কিছুক্ষণ।

জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের উপর বর্তমানে অবস্থান করছে নিম্নচাপ। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। এছাড়া উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ২৬ জানুয়ারি অর্থাৎ আগামী সোমবার। দক্ষিণ কর্নাটকে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। তারই প্রভাব পড়ছে বাংলার আবহাওয়ায়। হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলায়। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আগামী তিন দিন। প্রায় সব জেলাতেই বেশ কিছু এলাকায় মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা পার্বত্য এলাকা থেকে সমতল বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। ঘন কুয়াশা সতর্কবার্তা সব থেকে বেশি দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। কিছু জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং উত্তর দিনাজপুর ছাড়াও জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে। সোমবার সকাল পর্যন্ত এই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের।

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় আগামী পাঁচ দিনে কোনও হেরফের হবে না। আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে।