
কলকাতা: উৎসব মুখর শহরে নামল বিপর্যয়। কয়েক ঘণ্টাতেই কলকাতায় বৃষ্টির ‘ডবল সেঞ্চুরি’। আর আবহবিদরা বলছেন, পাহাড়ের মেঘভাঙা বৃষ্টি দেখা গেল মহানগরে। সাধারণভাবেই টানা ১ ঘণ্টা ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই সেটিকে ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টির তকমা দিয়ে থাকে হাওয়া অফিস। মঙ্গলবার সেই বৃষ্টিরই সাক্ষী থাকল কলকাতা। মোট ৭ জায়গায় টানা ১ ঘণ্টা ধরে চলল ১০০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত। বেশ কয়েকটি জায়গায় আবার মাত্র দু-তিন ঘণ্টায় বৃষ্টি হল ২০০ মিলিমিটারেরও অধিক।
সোমবার রাত ১২টা থেকে শহরজুড়ে নেমেছিল হালকা বৃষ্টিপাত। কিন্তু রাত গভীর হতেই বেড়েছে বৃষ্টির পরিমাণ। মধ্যরাতে শুরু হয়েছে মেঘের গর্জন, আলোর ঝলকানি। আর ভোর হতেই যেন ফুটো হয়ে গিয়েছিল আকাশ। সব চাতক পাখিদের তেষ্টা মেটাতে বৃষ্টি নামে হুঙ্কার তুলে। তবে এখানেই শেষ নয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ বৃষ্টির তেজ খানিক কমলেও, হাওয়া অফিস বলছে, এটা আসলে ‘ইন্টারভাল’। বানভাসি কলকাতায় রয়েছে আরও বৃষ্টিপাতের আশঙ্কা।
#WATCH | Kolkata, West Bengal | Heavy rain causes waterlogging in several parts of Kolkata
(Visuals from near Jadhavpur University) pic.twitter.com/Q1TnIG0Vw2
— ANI (@ANI) September 23, 2025
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলার অদূরেই দাঁড়িয়ে রয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ। তার প্রভাবেই মঙ্গলে ভাসল দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন একাধিক এলাকা। ওই নিম্নচাপের জেরেই জল ভরে মেঘ ভেসে ভেসে ঢুকে পড়ছে বাংলায়। আর তারপরই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিপাত। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই ফের বৃষ্টিপাত শুরু হতে পারে বলেই পূর্বাভাস।
বৃষ্টির জেরে এক দিকে যখন জেরবার হয়েছে শহর কলকাতা, সেই আবহে খুব একটা প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলের এই প্রবল বৃষ্টির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও শহর কলকাতায়। খানিক প্রভাব পড়েছে সংলগ্ন হাওড়া-হুগলিতেও। এছাড়াও বাকি যে সকল জেলা যেমন দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টিপাত যে হয়নি, এমনটা নয়। তা খুব একটা নয় বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।