
কলকাতা: সকাল থেকে রোদের হাসি দেখা গেলেও, সন্ধ্যা নামতেই আবার মেঘের ঘনঘটা! সোমবার সন্ধ্যার পর আবহাওয়ার ছবিটা বদলে যাবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে হাওয়া। অর্থাৎ অফিস থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়তে হতে পারে।
আবহাওয়ার আপডেট বলছে, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে বজ্রপাত। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু অংশে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।
আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৭ শতাংশ ও সর্বনিম্ন ৭৬ শতাংশ।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সোমবার এই সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বিস্তৃত। মঙ্গল ও বুধবার বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।