কলকাতা: সংযুক্ত মোর্চার জোটে নেই। নির্বাচন ঘোষণা হওয়ার বহু আগেই সিপিআই(এমএল)-লিবারেশন (Liberation) ঘোষণা করেছিল, পশ্চিমবঙ্গের ১২টি বিধানসভা আসনে তারা একা একাই লড়বে। ‘বন্ধুত্ব’ থাকলেও সিপিআইএম (CPIM), সিপিআই (CPI), ফরওয়ার্ড ব্লক, আরএসপি সহ বাম শরিকদের জোট বামফ্রন্টের সাহায্য তারা নেবে না। বিহারে ‘হাত’-এ হাত রেখে লড়লেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি পর্যালোচনার পর তাদের সিদ্ধান্ত, এই রাজ্যে তারা কংগ্রেসের সঙ্গেও কোনও সমঝোতায় যাবে না। বরং, নির্দিষ্ট কিছু আসনে প্রার্থী দেবে লিবারেশন। একই সঙ্গে দলের তরফে সর্বভারতীয় নেতা দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattacharya) সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, বিজেপিকে ঠেকাতে প্রয়োজনে ‘ক্ষেত্র বিশেষে’ সিপিআইএম সহ বাম ধর্মনিরপেক্ষ জোটকে তারা সমর্থন করবে। সেই কথাই রাখলেন দীপঙ্কর ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘কেষ্টদা’কে ঠেকাতে এবার মোক্ষম চাল বিজেপির আইটি সেলের, চলছে ‘রেইকি’
‘বিজেপি বিরোধিতায়’ বাংলার বামেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও, জামুরিয়ার সিপিআইএম প্রার্থী ঐশী ঘোষকে (Aishe Ghosh) দু হাত তুলেই সমর্থন জানাল সিপিআই(এমএল)-লিবারেশেন। টুইটে নিজের সমর্থনের কথা সর্বসমক্ষে ব্যক্ত করে দীপঙ্কর ভট্টাচার্য লেখেন, “শুনে ভাল লাগছে, তুমি প্রতিদ্বন্দ্বিতা করছ। তোমার পাশে আমাদের সমর্থন রয়েছে। জয়ী হও, অভিনন্দন।”
Glad you’re contesting. You’ve our support. Wish you a victorious campaign. #DefeatBJPSaveBengal https://t.co/jHPO2OOGRn
— Dipankar (@Dipankar_cpiml) March 11, 2021
প্রসঙ্গত, ‘বাংলায় বিজেপি বিরোধিতার বাংলার বামেরা নরম’, এই প্রশ্নেই জোটে যায়নি দীপঙ্কর ভট্টাচার্যের দল। যা নিয়ে পাল্টা বামেদের একটা অংশ আবার দীপঙ্কর বাবুকে ‘তৃণমূল ঘেঁষা’ বলেও টিপ্পনি করে। এদিকে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারংবার দীপঙ্কর ভট্টাচার্যের প্রশংসা শোনা গিয়েছে। বিহারে লিবারেশনের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: দৈনিক ৭০০ টাকা মজুরি, বিদ্যুতে ভর্তুকি, কৃষকদের দেড়গুণ আয়, বামেদের ইস্তেহারে গুচ্ছ চমক
এসবের পর যদিও লিবারেশনের তরফে একাধিকবার ‘তৃণমূলের প্রতি নরম’ হওয়ার অভিযোগ খণ্ডন করা হয়েছে। দীপঙ্কর বাবু টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনও বলেন, “আমরা যে তৃণমূল ঘেঁষা নই, তা বাংলার মানুষ জানেন।” একই সঙ্গে বাংলায় বিজেপিকে ঠেকাতে কৌশলী পদক্ষেপ নেওয়ার কথাও স্পষ্ট করেন তিনি। বুধবার সিপিআইএমের দ্বিতীয় পর্বের প্রার্থী ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের সমর্থন জানিয়ে দীপঙ্কর ভট্টাচার্য নিজেদের সেই অবস্থানকেই আরও পোক্ত করলেন, মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।