AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OMR Sheet: কুর্তি খুলতেই বেরিয়ে এলো থরে থরে OMR SHEET, নিউ মার্কেট থেকে বেহালা এলো কীভাবে?

Behala Recruitment: যদিও সেই ওএমআর শিট আদৌ সত্যি কি না তা এখনও প্রমাণিত নয়

OMR Sheet: কুর্তি খুলতেই বেরিয়ে এলো থরে থরে OMR SHEET, নিউ মার্কেট থেকে বেহালা এলো কীভাবে?
ওএমআর শিট উদ্ধার চুড়িদারের দোকানে।
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 11:41 PM
Share

কলকাতা: পয়লা বৈশাখের আগে ব্যবসায়ীরা দোকান সাজাচ্ছেন নতুন নতুন পসরায়। সালোয়ার, কুর্তি, ফ্রকের স্টক আসছে রোজই। রবিবার বেহালার এরকমই এক দোকানে ঘটল চোখ কপালে ওঠার মতো ঘটনা। বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ডের কাছে ডায়মন্ড হারবার রোডের উপর রাস্তার ধারে চুড়িদারের দোকান। অভিযোগ, সেই দোকানে কুর্তির প্যাকেটের ভিতর থেকে উদ্ধার হয় ওএমআর শিট (OMR Sheet)। যদিও সেই ওএমআর শিট আদৌ সত্যি কি না তা এখনও প্রমাণিত নয়। তাতে লেখা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। টিভি নাইন বাংলা এই ওএমআর শিটের সত্যতা যাচাই করেনি। এটা কোন পরীক্ষার ওএমআর শিট, তাও একেবারেই স্পষ্ট নয়। তবে এই ওএমআর ঘিরে হইচই শুরু হয়ে যায় এলাকায়।

অভিযোগ, এদিন ওই দোকানি নিউ মার্কেটে গিয়েছিলেন। সেখান থেকে পোশাকের নতুন স্টক নিয়ে আসেন। দোকানে এনে যখন সামগ্রী সাজাচ্ছেন, হঠাৎই দেখেন কুর্তির বান্ডিলে কাগজ। তাতে বিশ্ববিদ্যালয়ের নাম লেখা। দোকানি তা বের করে দেখেন ওএমআর শিট। এদিকে গত কয়েক মাসে যে হারে ওএমআর শিট নিয়ে রাজ্যজুড়ে হইচই হয়েছে, তাতে তা চিনতে কারও আর ভুল হয়নি।

দেখে প্রথমে ঘাবড়েই যান দোকানদার। তিনি বলেন, “মার্কেটে গিয়েছিলাম। কুর্তির প্যাকেটে দেখি এটা।” একইসঙ্গে ওই ব্যবসায়ীর বক্তব্য, তাঁরা নিউ মার্কেট থেকে যে চুড়িদার বা কুর্তি কিনে আনেন, সেই কুর্তির মধ্যে প্রায় প্রায়ই নানারকন কাগজ থাকে। তবে সেসব কিসের কাগজ তা তাঁর পক্ষে জানা সম্ভব নয়। যদিও এদিন বিষয়টি নিয়ে যথেষ্ট হইচই পড়ে যায় এলাকায়। প্রসঙ্গত, এর আগে বিভিন্ন জায়গা থেকে ওএমআর শিট পাওয়া গিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই উদ্ভট সব জায়গা থেকে উদ্ধার হয়েছে তা। সেই তালিকার এবার চুড়িদারের দোকানও যুক্ত হল।