কলকাতা: রাজ্য বিধানসভায় প্রধান বিরোধী দল বিজেপি (Bengal BJP)। রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক ইস্যুতে সুর চড়াচ্ছে পদ্ম শিবির। নাগাড়ে বিঁধে যাচ্ছে রাজ্যের শাসক শিবিরকে। কিন্তু, এসবের মধ্যেই এক ভিন্ন দৃশ্য ফুটে উঠছে বিজেপির অন্দরে। বিক্ষুব্ধ হয়ে উঠছেন দলের একাংশ। গতকাল সল্টলেকে বিজেপির অফিসের বাইরে দলীয় কর্মী, সমর্থকদের একাংশের বিক্ষোভের দৃশ্য দেখা গিয়েছে। আর আজ কলকাতায় মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য অফিসের বাইরে দলীয় কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভ দেখালেন।
বিক্ষোভকারীদের মূল দাবি, অমিতাভ চক্রবর্তী ও অমিত মালব্যকে রাজ্যে দলের সাংগঠনিক দায়িত্ব থেকে সরাতে হবে। এর পাশাপাশি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা। সুকান্তর বিরুদ্ধেও স্লোগান তুললেন দলীয় কর্মী-সমর্থকদের একাংশ। বিজেপির রাজ্য অফিসের বাইরে আজ একেবারে হুলুস্থূল কাণ্ড। সামনেই যখন লোকসভা নির্বাচন, যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ব্লু প্রিন্ট তৈরি করছে বিজেপি, তখন এই দৃশ্য কি পদ্ম শিবিরের অন্দরেই অস্বস্তি বাড়িয়ে তুলছে? এমন প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে রাজ্য রাজনীতির অন্দরমহলে।
এই ঘরোয়া কোন্দল নিয়ে আজ সন্ধেয় প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। এই ধরনের বিক্ষোভ মোটেই ভালভাবে দেখছেন না তিনি। হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যাঁরা এই ধরনের দলবিরোধী কার্যকলাপ করছেন, তাঁদের বিরুদ্ধে দলের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বলছেন, “দলীয় শৃঙ্খলা ভাঙা কোনওভাবে সহ্য করা হবে না। দল কড়া ব্যবস্থা নেবে।” প্রয়োজনে, যাঁরা এই ধরনের কাজ করছেন, তাঁদের বহিষ্কার করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সুকান্ত মজুমদার জানালেন, “আমরা সমস্ত কিছু দেখছি। ভিডিয়ো ফুটেজ দেখা হচ্ছে। সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”