West Bengal Covid 19 Update: একদিনে ২৫ মৃত্যু ৪ জেলায়, ১৮০০-র নীচে নামল দৈনিক আক্রান্তের সংখ্যা
West Bengal Covid 19 Update: শেষ ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ।
কলকাতা: নামতে নামতে ১৮০০-র নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যাতেও ওঠানামা লেগে রয়েছে। আশা জাগিয়ে বেশ কয়েকটি জেলায় মৃত্যুর হার কমলেও কয়েকটি জেলার মৃত্যুর হার এখনও চিন্তায় রেখেছি। মূলত দক্ষিণের কয়েকটি জেলায় মৃত্যু এখনও ঠেকানো যাচ্ছে না। সোমবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৬১ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ২৯। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২১ হাজার ৫৮০ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫০ হাজার ৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ৩.৫২ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৭ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬। মৃত্যু: রবিবার-৫, সোমবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-২।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-৪।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭২ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-৯।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-৫।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৫ জন। মৃত্যু: রবিবার-৬, সোমবার-৭।