কলকাতা: দেড় হাজারের নীচে নেমে এল রাজ্যের করোনা সংক্রমণ। গত দু’দিন যাবৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পর বুধবার ফের একবার তা কমেছে। আশা জাগাচ্ছে জেলায় জেলায় নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। এ দিন রাজ্যের ১৪ টি জেলায় নতুন করে প্রাণ কাড়েনি করোনা। কিন্তু, উত্তর ২৪ পরগনার মতো জেলায় মৃত্যু এখনও দুই সংখ্যায়। মৃত্যু বেড়েছে নদিয়াতেও। বুধবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭৮ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৫৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। তার আগের দিন ৩২। অন্যদিকে, রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২০ হাজার ৫৮৫ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৪৫ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৩ হাজার ৯৭৫ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার ২.৭৪ শতাংশ।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০০ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭২ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৩। মৃত্যু: মঙ্গলবার-৩, বুধবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০১ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-৪।
বীরভূম– গতকাল আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৭ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৬৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-২।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৯ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: মঙ্গলবার-০, বুধবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-১, বুধবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৯ জন। মৃত্যু: মঙ্গলবার-৫, বুধবার-২।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪০ জন। মৃত্যু: মঙ্গলবার-১১, বুধবার-১০।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: মঙ্গলবার-২, বুধবার-১।
কলকাতা– গতকাল আক্রান্ত ১৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৩ জন। মৃত্যু: মঙ্গলবার-৭, বুধবার-৭।