West Bengal Covid 19 Update: দুই পরগনায় মৃত্যু বাড়ল আচমকাই, একটি জেলায় আক্রান্ত মাত্র ১, আরও কমল সংক্রমণ

ঋদ্ধীশ দত্ত | Edited By: সৈকত দাস

Jun 27, 2021 | 8:03 PM

West Bengal Covid 19 Update: গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১৩২ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৯৯ জন।

West Bengal Covid 19 Update: দুই পরগনায় মৃত্যু বাড়ল আচমকাই, একটি জেলায় আক্রান্ত মাত্র ১, আরও কমল সংক্রমণ
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: সামান্য বাড়ার পর স্বস্তি দিয়ে ফের কমতে শুরু করেছে রাজ্যের করোনা সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যাতেও ব্যাপক পতন লক্ষ্য করা যাচ্ছে। শনিবার নতুন করে রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২ জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৫। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা আরও ১৩২ জন কমেছে। রাজ্যের বর্তমান সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ২২ হাজার ৯৯ জন। রাজ্যে বর্তমান সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় মোট ৫৫ হাজার ২৪৮ টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটির হার কমে হয়েছে ৩.৪২ শতাংশ।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৯। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৮ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৩। মৃত্যু: শুক্রবার-৪, শনিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-১।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৮ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-৩।

বীরভূম– গতকাল আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২ জন। মৃত্যু: শুক্রবার-৩, শনিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৮ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯২ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৫ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৫ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ১১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: শুক্রবার-২, শনিবার-১।

হুগলি– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৮ জন। মৃত্যু: শুক্রবার-১, শনিবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫৩ জন। মৃত্যু: শুক্রবার-৭, শনিবার-৯।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৬ জন। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-৬।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৩ জন। মৃত্যু: শুক্রবার-৬, শনিবার-৮।

 

 

Next Article