কলকাতা: মোখায় মহাবিপদ মায়ানমারে। রবিবার দুপুরে চরম তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই মায়ানমার উপকূলে আছড়ে পড়তে চলেছে মোখা (Cyclone Mocha)। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ২৪০ কিলোমিটার। এই মুহূর্তে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে মোখা। বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ৬৩০ কিলোমিটার, মায়ানমারের সিতওয়ে থেকে দূরত্ব ৫৫০ কিলোমিটার। আজ রাতে সাগরে ঘণ্টায় ২৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে বলে সর্বশেষ আপডেটে জানিয়েছে মৌসম ভবন। উত্তর বঙ্গোপসাগরে মত্স্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যেই।
প্রবল গতি নিয়ে ধেয়ে আসছে মোখা। যদিও ল্যান্ডফলের সময় সামান্য কিছুটা শক্তি হারাবে। তবে ঘণ্টায় গতিবেগ থাকবে ২১০ কিমির আশপাশে। তবে এ রাজ্যের উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকবে মোখা। এ রাজ্যে এর খুব একটা প্রভাব পড়বে না ঠিকই। তবে বাংলাদেশে লাগোয়া সমুদ্র উপকূলে ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। আগামী ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
তবে এই সিস্টেম থেকে মেঘ ঘনীভূত হচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আকাশে। রবিবার পর্যন্ত আবহাওয়ায় খুব একটা বদল আসবে না। এই ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে রবিবার বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। অন্তত ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম,বর্ধমান, বীরভূমে সোমবার ও মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা।