কলকাতা: ডিএর (DA) দাবিতে সংগ্রামী যৌথমঞ্চের আন্দোলন। রবিবার সন্ধ্যায় হঠাৎই এই আন্দোলনমঞ্চে অসুস্থ হয়ে পড়েন এক আন্দোলনকারী। ভাস্কর বসু নামে ওই ডিএ আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশের অ্যাম্বুল্যান্সেই তাঁকে বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ির চালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথমঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডুর বক্তব্য, ভাস্কর বসু অসুস্থ হওয়ার পর পুলিশের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হলেও মাঝ রাস্তায় কিছু একটা সমস্যা হয়। যদিও পরে ওই অ্যাম্বুল্যান্সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাস্করকে। বকেয়া মহার্ঘভাতা ও চাকরিক্ষেত্রে স্বচ্ছ নিয়োগের দাবি তুলে ৩৮ দিন ধরে আন্দোলন করছেন বিভিন্ন সরকারি দফতরের সংগঠনের সদস্যরা। এক ছাতায় তলায় এসে তৈরি করেছেন সংগ্রামী যৌথমঞ্চ। সেই মঞ্চ থেকেই চলছে অনশনও। রবিবার তার ২৪ দিন হল।
আর এদিনই অসুস্থ হয়ে পড়েন ভাস্কর বসু। এর আগেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন এই অনশনকারী। গত মাসে আরও একজন অসুস্থ হয়ে পড়েন। স্মৃতিকণা বাগচী নামে ওই মহিলাকেও অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিন ভাস্করকেও নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে সংগ্রামী যৌথমঞ্চে আন্দোলনকারীদের অভিযোগ, অ্যাম্বুল্যান্সটি ধর্মতলা থেকে দ্রুত বের হলেও সল্টলেকের এক জায়গায় তা থামিয়ে দেওয়া হয়।
একইসঙ্গে অভিযোগ, চালক রোগী নিয়ে যেতে সমস্যা করছিলেন। পুলিশের তরফে বিষয়টিতে মধ্যস্থতা করা হয় এবং আসলে কী ঘটেছে তা জানার চেষ্টা করা হয়। যদিও এরমধ্যেই ডিএ মঞ্চে খবর আসে ভাস্করকে হাসপাতালে নিয়ে পৌঁছে গিয়েছে অ্যাম্বুল্যান্স। নির্ঝর কুণ্ডুর কথায়, “২৪ দিন ধরে এতজন অনশন করে পড়ে আছেন। সরকারের কারও আসার সময় হয়নি। এখানে অজ্ঞান হয়ে যান ভাস্কর। অ্যাম্বুল্যান্সে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেন চালক। বলেন, ওনাদের হাসপাতালে নিয়ে যাবেন। এরপর এখান থেকে পুলিশ বলল, আমাদের ছেলেরা ওখানেও বলেছে, তারপর নিয়ে গিয়েছে বেসরকারি হাসপাতালেই। এইভাবে চলতে পারে না।” ১০ তারিখ সংগ্রামী যৌথমঞ্চের ডাকা সরকারি কর্মচারীদের ধর্মঘটে সরকার এর অনেকটাই উত্তর পাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে সূত্রের খবর, বিকল্প অ্যাম্বুল্যান্স রাখার কথাও ভাবছেন আন্দোলনকারীরা।